এন্ডারসন ও উডকে ছাড়াই বাংলাদেশে আসছে ইংল্যান্ড

 

মাথাভাঙ্গা মনিটর: ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে বোলার জেমস এন্ডারসন ও মার্ক উড নাম প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়।

কাঁধে ইনজুরির কারণে গত আগস্টে পাকিস্তানের কাছে পরাজিত হওয়া চতুর্থ টেস্টের পর থেকে খেলার বাইরে রয়েছেন ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী এন্ডারসন। আর পায়ের গোঁড়ালির চিকিৎসা নিচ্ছেন ডারহাম সিমার ২৬ বছর বয়সী উড। তিন ওয়ানডে ও দু ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল ঢাকা পৌঁছুনোর কথা রয়েছে ইংল্যান্ড দলের।

দলের অন্যতম দুই পেসার নাম প্রত্যাহার করায় টেস্ট দলে সুযোগ পেতে পারেন ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পাওয়া নটিংহ্যামশায়ারের জ্যাক বল। এন্ডারসন ও উড বাংলাদেশ সফর মিস করছেন নিশ্চিত করে ইসিবির দেয়া বিবৃতিতে বলা হয়, ‘ডান কাঁধের বিদ্যমান ইনজুরির কারণে এন্ডারসন টেস্ট দল থেকে নাম প্রত্যাহার করেছেন। উডের বাম পায়ের গোঁড়ালিতে আগাস এখনো সেরে ওঠেনি। ইসিবি মেডিকেল টিম উভয় নিয়মিতভাবে উভয় খেলোয়াড়ের অবস্থা পর্যবেক্ষণ করবে এবং উন্নতি বিষয়ে পুনরায় জানাবে।