জীবননগরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামবাসী সড়ক থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশেদকে (২৬) আটক করে গণধোলাই দিয়ে চোরাইকৃত মোটরসাইকেলসহ তাকে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর-কালীগঞ্জ সড়কের বৈদ্যনাথপুরে এ ঘটনা ঘটে। আটককৃত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশেদ রাজবাড়ী সদর উপজেলার মৃত শাহীন আলীর ছেলে বলে জানালেও খোঁজ নিয়ে জানা যায় তার নাম প্রকৃতপক্ষে রুবেল। বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামে। পিতার নাম শাহীন আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের ইছাহক বিশ্বাসের ছেলে হাফিজ তার ডিসকভার মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি সুটিয়া গ্রামে বেড়াতে যায়। ভোররাতে চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাসাদাহ-জীবননগর সড়কের বৈদ্যনাথপুর পৌঁছুলে গাড়ির তেল শেষ হয়ে যায়। এ সময় চোর চক্রের সদস্য রাশেদের আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা গাড়িসহ তাকে আটক করে। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় এলাকাবাসী তাকে গণধোলাই দিলে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত রাশেদ ও মোটরসাইকেল উদ্ধার করে। জীবননগর থানার ওসি লিয়াকত হোসেন জানান, রাশেদ ওরফে রুবেল আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। রাশেদ তার অপর সহযোগী ঝিনাইদহের শাহীনের সাথে সুটিয়া গ্রামে আসে। সেখান থেকে ভোররাতে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বৈদ্যনাথপুর সড়কে এলাকাবাসী তাকে আটক করে। আটক যুবক নিজের নাম রাশেদ বাড়ি রাজবাড়ী বলে জানিয়েছে। এখন খবর পাওয়া যাচ্ছে সে তার প্রকৃত পরিচয় গোপন করে পুশিশের নিকট তথ্য দিয়েছে। তার প্রকৃত নাম রুবেল ও বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়ালগাছিতে। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।