একক নৃত্য প্রতিযোগিতায় জীবননগরের সাফা প্রথম

জীবননগর ব্যুরো: বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার জাতীয় নৃত্য প্রতিয়োগিতা-২০১৬ আঞ্চলিক বাছাই পর্বে তিন ইভেন্টে জীবননগরের মেয়ে সাউদিয়া রহমান সাফা প্রথম স্থান অধিকার করেছে। গতকাল শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা যশোর শাখা ও যশোর শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জাতীয় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কাজী সামসুর রহমান চঞ্চলের কন্যা সাউদিয়া রহমান সাফা একক সৃজনশীল নৃত্য, লোক নৃত্য ও ভরত নাট্যম নৃত্যে নৈপূন্য দেখিয়ে প্রতিটি ইভেন্টেই প্রথম স্থান অধিকার করে। যশোর শিল্পকলা মিলনায়তনে জাতীয় নৃত্য প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার যশোর শাখার উপদেষ্টা শেখ রবিউল আলম।

যশোর নৃত্য শিল্পী সংস্থার সহসভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক গোপাল চন্দ্র কুণ্ডুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিল্পকলা একাডেমির সহসভাপতি ও নৃত্য শিল্পী সংস্থার উপদেষ্টা মো. আবু সালেহ তোতা। বিশেষ অতিথি ছিলেন যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও নৃত্য শিল্পী সংস্থার উপদেষ্টা অ্যাড. মাহমুদ হাসান বুলু ও যশোর নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তী। সাংবাদিক কন্যার ধারবাহিক এ সাফল্যে জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম.আর বাবুসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক সাউদিয়া রহমান সাফার উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।