দেশ ও বিদেশে আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরেছি

 

কাঞ্চন কুমার: দেশসেরা কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে বিআরবি গ্রুপের কারখানা চত্বরে দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অন্যতম বিশ্বে বাংলাদেশ শীর্ষে এ স্লোগানকে সামনে রেখে গৌরবময় সাফল্যের ধারাবাহিকতায় দেশি-বিদেশি বিনিয়োগকারী, প্রশাসনের কর্মকর্তা, ব্যাংক, বীমার ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও শ্রমিক-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মজিবর রহমান। এরপর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ইসলামী চিন্তাবিদ আ.ফ.ম নাজমুস সালেহীন ও আলহাজ এনামূল হক শাফি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরবির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, এমআরএস’র ব্যবস্থাপনা পরিচালক সামসুর রহমান ও প্রবীন আইনজীবি অ্যাড. মাহবুবুর রহমান। পরে আলোচনাসভায় আলহাজ মজিবর রহমান বলেন, দেশ ও বিদেশে আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরেছি। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আগামী দিনেও যাতে বিআরবি এভাবেই এগিয়ে যেতে পারে। কুষ্টিয়াসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে জানি না বিআরবি কতোটুকু সাফল্য রাখতে পারছে। কিন্তু তারপরও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বক্তব্য রাখেন- প্রকৌশলী আফজাল হোসেন, রকিবুল আলম, প্রফুল্ল কুমার সরকার, জিএম (ফাইন্যান্স) বাবু প্রণব কুমার দাশ, মিসেস রাহেলা পারভীন ও অ্যাড. সুব্রত কুমার চক্রবর্তী প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়। এ সময় কারখানার সব শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীসহ দেশ-বিদেশ থেকে আসা অতিথিরা উপস্থিত ছিলেন। দুপুরে শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণে বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে কারখানা এলাকা।