ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই

চুয়াডাঙ্গায় অরিন্দমের প্রতিষ্ঠাবার্ষিকী : সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে সংস্কৃতিমন্ত্রী

 

কার্পাসডাঙ্গাতে নজরুল চর্চাকেন্দ্র ও চুয়াডাঙ্গায় জমি পেলে অডিটোরিয়াম নির্মাণের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী গুণী অভিনয় শিল্পী আসাদুজ্জামান নুর বলেছেন, ইসলামের সব চেয়ে বড় শত্রু  তারা যারা গোড়া মুসলমান, তাদের চিহ্নিত করছে বিশ্বব্যাপী। ইসরাইলের ঘাটি মাত্র ৫২ কিলোমিটার দূরে। সেখানে একটিও বোমা পড়ছে না। আজ তারা ইসলামের নামে মানুষ হত্যা করছে। আমি মনে করি এরা ইসলামিক স্টেট নয়, ইসরাইল স্টেট। ভয় পাওয়ার কারণ নেই ওরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগরিষ্ঠ।

দর্শনার কেরু, কার্পাসডাঙ্গাস্থ কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বাড়ি, শিবনগরের ইকোপার্ক ও ৮ শহীদের কবর পরিদর্শন শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩০তম প্রষ্ঠিতাবার্ষিকী উদ্বোধন অনুষ্ঠানে যোগদেন মন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুজ্জামান নূর উপরোক্ত মন্তব্য করেন। তিনি  বলেন, বাংলাদেশে জঙ্গিদের ঠাঁই নেই, এদেশের মাটিতে যারা জঙ্গি বানানোর চেষ্টা করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। যারা মানুষ হত্যা করে তারা মানবতার শত্রু, ইসলামের নামে যারা হত্যাযজ্ঞে মেতে উঠে তারা কখনও মুসলমান হতে পারে না। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই। যারা মুসলমান হয়ে মুসলমানদের হত্যা করে, কিংবা মানুষ হত্যা করে, ইসলাম ধর্মকে কলুষিত করে, তারা মুসলমান হতে পারে না। এরা কোন ধর্মে বিশ্বাস করে? এদের কোনো ধর্ম নেই, এরা কোন ধর্মে হতে পারে না।

‘ছন্দ তুলুক সংস্কৃতি চর্চা, বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ এ স্লোগানকে ধারণ করে গতকাল মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্ধোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এ সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা  বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ফিরে শেষ হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আলোচনায় সভাপতিত্ব করেন অরিন্দমের সভাপতি আলাউদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মান্নান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অরিন্দম সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম মালিক। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার কৃতিসন্তান কৃষিবিদ ড. হামিদুর রহমান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক নজরুল ইসলাম এবং আলমডাঙ্গা কলাকেন্দ্রে রেবা রানী সাহা ও ইকবাল মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর পুরস্কার তুলে দেন। অরিন্দমের পরিবেশনায় রাতে অহম তমসায় নাটক ও দেশাত্মবোধক গান পরিবেশনা করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও হিরন রশিদ শান্ত। অরিন্দমের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা মানসম্পন্ন অডিটোরিয়াম নির্মাণের দাবি জানানো হয়। মন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সংস্কৃতি চর্চায় সর্বাত্মক সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতিচর্চার সুষ্ঠু পরিবেশ গড়তে অকৃপণভাবে কাজ করে যাচ্ছেন। চুয়াডাঙ্গায় জায়গা পেলে সংস্কৃতি মন্ত্রণালয় অবশ্যই অডিটোরিয়ম নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

     দর্শনা অফিস জানিয়েছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংস্কৃতিমন্ত্রী নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি দেশের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেরুজ চিনিকল, কার্পাসডাঙ্গার নজরুল স্মৃতি বিজড়িত স্থান, দামুড়হুদার ৮ শহীদ বীর মুক্তিযোদ্ধার কবর ও শিবনগর ডিসি ইকোপার্ক পরিদর্শন করেন। মন্ত্রী আসাদুজ্জামান নুর কেরুজ অতিথি ভবনে পৌঁছুলে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন প্রমুখ। সংক্ষিপ্ত মতবিনিময় করেন মন্ত্রী আসাদুজ্জামান নূর। দুপুর পৌনে ১২টার দিকে কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গা ঐতিহ্যবাহী আটচালা ঘর, আটকবর ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, এডিএম আকুল হোসেনসহ জেলার সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার মিশন পল্লিতে জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালার ঘর পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। পরিদর্শন শেষে তিনি উঠোন বৈঠক করেন। এ সময় বক্তব্য রাখেন মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল ইসলাম মালিক, কৃষিবিদ রফিকুল চৌধুরী, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হক শুকলাল, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস, মধু বিশ্বাস, শিক্ষক বিল্লাল হোসেন, গিয়াস উদ্দিন বাবলু, এএসআই আতিক, মাহফুজ, মুহিত হাসান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জান রানা, প্রমুখ উপস্থিত ছিলেন। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তার বক্তব্যের মধ্যদিয়ে প্রস্তাবিত নজরুল নগরে স্থাপনা প্রতিষ্ঠার ৭ দফা দাবি তুলে ধরেন।  মন্ত্রী তার বক্তব্যে বলেন, কার্পাসডাঙ্গাতে নজরুল চর্চাকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।