ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে সেমিনার

 

মেহেরপুর অফিস: ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুশান্ত কুমার হালদার, ক্যাবের সভাপতি রফিক-উল আলম, জেলা মার্কেটিং অফিসার আকমল হোসেন, হোটেল ও রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা সেমিনারে অংশ নেন। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা জাতীয় ভোক্তা সংরক্ষণ, খুচরা বিক্রি, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি দেখে পণ্য বা ওষুধ ক্রয় করা, ভেজাল, নকল ও ফরমালিনসহ ক্ষতিকর দ্রব্য মিশ্রিত খাদ্যপণ্য ক্রয়-বিক্রির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।