রোহিঙ্গা ইস্যু : মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল মালয়েশিয়ার

 

মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশটির অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ দলের খেলা বাতিল ঘোষণা করেছে মালয়েশিয়ান ফুটবল ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়া ফুটবল দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। রোহিঙ্গাদের ওপর সৈন্যদের নির্যাতনের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় মিয়ানমারের বিরুদ্ধে বৈরি মনোভাব সৃষ্টি হচ্ছে। ২০১২ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশে কয়েকশ রোহিঙ্গাকে হত্যা করা হয়। সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময় রোহিঙ্গারা নির্যাতিত হয়ে আসছে মিয়ানমারের সৈন্য ও স্থানীয়দের কাছে।

এই মাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাতিল ঘোষণা করে মালয়েশিয়া ফুটবল ফেডারেশনের জানায়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা রোহিঙ্গাদের জন্য নেয়া হয়েছে। অবশ্য নিজের নাম প্রকাশে অস্বীকৃতি জানান তিনি। কেননা বিষয়টা বেশ স্পর্শকাতর। মালয়েশিয়ার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, আমাদের অনূর্ধ্ব-২২ দল ৯ ও ১২ ডিসেম্বর ইয়াঙ্গুনে খেলার কথা ছিলো, যা বাতিল করা হয়েছে। মালয়েশিয়া আঞ্চলিক একটি ফুটবল টুর্নামেন্ট করতে চেয়েছিলো। কিন্তু রোহিঙ্গা ইস্যুর কারণে তা মন্ত্রণালয় থেকে নিষেধ করা হয়।