আর গাইবেন না অরিজিৎ সিং

 

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং আর গান গাইবেন না। আগামী বছরেই অবসর নেবেন হিন্দি ও ভারত বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী। মাত্র ২৯ বছর বয়সেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন অরিজিৎ। বিটাউনের অনেকের মত, অরিজিতের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী বলিউডে আর কেউ নেই। অরিজিতের জন্ম মুর্শিদাবাদের জিয়াগঞ্জের পঞ্জাবি পরিবারে। তার মা বাঙালি। ছোটবেলা থেকেই বাড়িতে গানের পরিবেশে বেড়ে ওঠেন অরিজিৎ। পড়াশোনাতেও দারুণ ছিলেন অরিজিৎ। তবে গানের প্রতি তার অন্যরকম দুর্বলতা ছিলো।
২০০৫ সালে টেলিভিশনের এক মিউজিক রিয়েলিটি শো’তে প্রথম আত্মপ্রকাশ হয় এ সুরের জাদুকরের। এর পর একের পর এক রিয়েলিটি শোতে গেয়েছেন অরিজিৎ। নজর কাড়তেও বেশি সময় নেননি। কিন্তু, তা সত্ত্বেও বলিউডে অরিজিতের এন্ট্রি কেকওয়াক ছিল না। বরং প্রথম দিকে বেশ সংগ্রাম করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। গায়ক হিসেবে পরিচিত হওয়ার আগে বলিউড সুরকার প্রীতমের সঙ্গে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ শুরু করেন অরিজিৎ। ২০১১-তে মোহিত সুরির ফিল্ম ‘মার্ডার-২’-তে গান গেয়ে বাজিমাত করেছেন অরিজিৎ। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে গান গেয়েছেন অরিজিৎ।