চুয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষে জেলা আ.লীগের প্রস্তুতিসভা : দিনভর কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার: আগামীকাল ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমাবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

জেলা আওয়ালী লীগের দফতর সম্পাদক আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সিদ্ধান্ত গৃহিত হয় এদিন সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, পৌনে ৭টায় বঙ্গবন্ধুর শেখ মুজিবরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সকাল ৭টায় শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সকাল ৮টায় আট কবরের উদ্দেশে যাত্রা, ৯টায় আট কবরের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি, সাড়ে ৯টায় আট কবরে আলোচনাসভা ও দোয়া ও সন্ধ্যা ৬টায় শহীদ হাসান চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল কর্মসূচিতে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নের্তৃবৃন্দ।