বাংলাদেশে আড়াই বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

 

দর্শনা অফিস: ভারতীয় নাগরিক শেতাব আলী ওস্তাগার সোনা ও রুপাসহ বিজিবির হাতে আটকের পর আড়াই বছর কারাভোগ শেষে হয়েছেন মুক্ত। দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে শেতাবকে ফেরত দেয়া হয়েছে। জানা গেছে, ভারতের পশ্চিম বাংলার নদীয়া জেলার শান্তিপুর থানার ফকিরপাড়া লেন গ্রামের আসাদুল ইসলাম ওস্তাগারের ছেলে শেতাব আলী ওস্তাগার (৩৪) ২০১৪ সালের ১৫ জুন পাসপোর্ট-ভিসায় দর্শনা জয়নগর সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করেন। কুষ্টিয়ার কুমারখালি কুণ্ডুপাড়ার স্টালিন নামক এক ব্যক্তির বাড়িতে থেকে ওই বছরের ২১ জুন দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকায় জনৈক লিপির বাড়িতে সোনা ও রুপাসহ অবস্থানকালে মুন্সিপুর বিজিবি সদস্যরা তাকে আটক করে। উদ্ধার করা হয় ৯ ভরি ১৫ আনা সোনা ও ৬৪ ভরি রুপা। এ অভিযোগে প্রায় আড়াই বছর কারাভোগ শেষে গতকাল সোমবার বেলা ৩টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলারের কাছে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠকের মাধ্যমে আপন ঠিকানা ফিরেছেন শেতাব আলী। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, নায়েক আকরাম আলী, দর্শনা চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার এসআই বাকী বিল্লাহ, এসআই হাফিজুল ইসলাম ও এসআই আলমগীর হোসেন। বিএসএফর পক্ষে ছিলেন, গেদে কোম্পানি কমান্ডার অজয় কুমার, ইমিগ্রেশন অফিসার রতন সরকার প্রমুখ।