চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক সায়মা ইউনুস

যানজট নিরসনে পরিবহনের মালামাল না নামানো ও
দোকানের মালামাল রাস্তার ওপর না রাখার নির্দেশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের যানজট নিরসনে শহরের মধ্যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন থেকে মালামাল না নামানোর এবং শহরের মধ্যে দোকানের মালামাল রাস্তার ওপর না রাখার নির্দেশ দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশ দেন। এ সভায় জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আবদুল লতিপ অমল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাক অ্যাড. আ. মালেক, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা বাজার কমিটি, জেলা বাস ট্রাক মালিক সমিতি, জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে যানজটের কারণ ও নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন। যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় শহরের মধ্যভাগে পরিবহন থেকে মালামাল নামানো, অটো ও ইজি বাইক যত্রতত্র দাড়ানো, বাজারের মধ্যে দোকানদারদের মালামাল রাস্তার ওপর রাখা, যেখানে সেখানে বাস দাড়িয়ে মানুষ তোলা ও নামানো। নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রাথমিক পর্যায়ে চুয়াডাঙ্গা জেলা শহরের যানজট নিরসনে শহরের মধ্যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন থেকে মালামাল না নামানোর এবং ব্যবসায়ীদের দোকানের মালামাল রাস্তার ওপর না রাখার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পালসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ।