দেশ বিদেশের টুকিটাকি : কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা : নিহত ৩

১৩ হাজার গাছ কাটার অনুমোদন মন্ত্রিসভার
স্টাফ রিপোর্টার: তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন নির্মাণের জন্য ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাসকে দ্বিগুণ গাছ রোপণ করতে হবে। অর্থাৎ আরও ২৬ হাজার গাছ রোপণ করতে হবে তিতাসকে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। তিন কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছের মধ্যে বিক্রিযোগ্য বড় গাছ চার হাজার ১১টি এবং চারা গাছ ৯ হাজার ৩৪৫টি। আগামী ২০২২ সাল পর্যন্ত সব ধরনের গাছ কাটা নিষেধ রয়েছে। তবে জনস্বার্থে গাছ কাটার প্রয়োজন পড়ায় মন্ত্রিসভার অনুমোদনে এখন গাছ কাটা যাবে।

পড়ার উপযোগী করে প্রেসক্রিপশন করার নির্দেশ
স্টাফ রিপোর্টার: চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) যেন পড়ার উপযোগী হয়, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার জারি করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ এনজিও ব্র্যাক
স্টাফ রিপোর্টার: জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন এনজিও অ্যাডভাইজারের পর্যালোচনায় টানা দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্র্যাক। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন এবং পরিচালন ব্যবস্থার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে। এ বছরের দ্বিতীয় সেরা এনজিও ডক্টরস উইদাউট বর্ডারস এবং তৃতীয় হয়েছে ক্যালিফোর্নিয়ার সামাজিক-উদ্যোক্তা সংগঠন দি স্কল ফাউন্ডেশন। এছাড়াও অক্সফাম রয়েছে ৭ম স্থানে এবং ১১শ স্থান অর্জন করেছে সেভ দ্য চিলড্রেন।

কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা : নিহত ৩
মাথাভাঙ্গা মনিটর: জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৭টার দিকে আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) ক্যাম্পে এ হামলা হয়। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রেখার নিকটবর্তী ওই এলাকায় সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

কার্দাশিয়ানকে জিম্মি করে ডাকাতি : গ্রেফতার ১৬
মাথাভাঙ্গা মনিটর: মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ানের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় সোমবার ১৬ জনকে আটক করা হয়েছে। গত বছর অক্টোবরে ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই ঘটনা ঘটে। গত বছরের ওই সময় একটি ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসের বিলাসবহুল এক হোটেলে উঠেছিলেন মার্কিন সেলিব্রেটি কিম কার্দাশিয়ান। অক্টোবরের প্রথম দিনে মুখোশধারী কয়েক অস্ত্রধারী জোর করে কক্ষে ঢুকে তাকে বেঁধে ফেলে। ৯০ লাখ ইউরোর স্বর্ণালঙ্কার লুট করে। গত ১ অক্টোবর এক ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসে অবস্থান করছিলেন কিম। মা, বোন ছাড়াও তার সফরসঙ্গী ছিলেন তিন বছরের মেয়ে নর্থ ও নয় মাস বয়সী পুত্র সেইন্ট।