দর্শনা সরকারি কলেজের শহীদ মিনার নির্মাণের ফলক উন্মোচন করলেন এমপি আলী আজগার টগর

দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা সরকারি কলেজ চত্বরে ৮ লাখ টাকা ব্যায়ে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এমপি টগর বলেন, শহীদদের অবদানের কথা এ জাতি কখনোই ভুলবে না। বীর শহীদদের মর্যাদা রক্ষা এ জাতীর নৈতিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শিক্ষাবীদ মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, হাজি আকমত আলী, শফিকুল আলম, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, পুরাতন বাজার দোকান মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম বাবু, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, শিক্ষক নেতা হারুন অর রশিদ জুয়েল, মোমিনুল ইসলাম, আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, লোমান, প্রভাত প্রমুখ।