Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net

করিমন কেড়ে নিলো ফুটফুটে তন্নীর প্রাণ

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জ-গাংনী সড়কের ফুলবগাদীতে দুর্ঘটনা

আসমানখালী/মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা গাংনী মুন্সিগঞ্জ সড়কে ফুলবগাদী গ্রামের ঈদগা মোড়ে করিমনের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রী তন্নী নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালে তন্নী প্রাইভেট পড়তে যাওয়ার সময় দ্রুত গতিতে চালিয়ে যাওয়া করিমনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।
জানা গেছে, উপজেলার ফুলবগাদী গ্রামের তুফাজ্জেল ওরফে তনুর দুই মেয়ের বড় তন্নী (১০)। তন্নী ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রতিদিন স্কুল ছুটির পর প্রাইভেট পড়ে বাড়ি ফেরে। গতকালও তন্নী স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে যাচ্ছিলো। তন্নী গ্রামের ঈদগা মোড়ে পৌঁছুলে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবোঝাই করিমন নিয়ে চালক রফিকুল দ্রুত গতিতে গিয়ে তন্নীকে ধাক্কা মারে। এ সময় তন্নী করিমনের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন তন্নীকে উদ্ধার করতে করতে ঘটনাস্থলেই তন্নী মারা যায়। ঘটনাস্থল থেকে তন্নীর লাশ বাড়িতে নেয়া হয়। তন্নীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ফুলবগাদী গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। তবে এ বিষয়ে তন্নীর পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত তন্নীর লাশ দাফন সম্পন্ন করা হয়নি। আপসের প্রক্রিয়া চলছিলো বলে জানা গেছে।


আরো দেখুন

কালীমূর্তির নাক ভেঙে মাতাল অবস্থায় লিটন শেঠ গ্রেফতার

চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার হরিজন সম্প্রদায়ের শ্যামাপূজা মণ্ডপে নির্জন দেখে হানা? স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের হরিজন …

Loading Facebook Comments ...