১৯৬ রানের বিশাল ব্যবধানে জিতল পাকিস্তান

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার মাটিতে অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা পায় পাকিস্তান। গত চারটি টেস্ট সিরিজের সবকটিতেই হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। তবে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশকে হারিয়ে ওয়ানডেতে জয়ে ফেরার ইঙ্গিত দিলো সফরকারীরা। গত মঙ্গলবার ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আজহার বাহিনী। এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে পাকিস্তান। দলের পক্ষে বাবর আজম ৯৮, সার্জিল খান ৬২, উমর আকমল ৫৪ এবং শোয়েব মালিক ৪৯ রান করেন। জবাব দিতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া একাদশ। মাত্র ১৩৮ রানেই অলআউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন জস ইংলিশ। পাকিস্তানের হয়ে হাসান আলী ৩টি, শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম ২টি করে এবং রাহাত আলী, মোহাম্মদ নওয়াজ ও আজহার আলী ১টি করে উইকেট লাভ করেন।