চুয়াডাঙ্গা-মেহেরপুরে ৩ দিনের উন্নয়ন মেলা সম্পন্ন ॥ পুরস্কার বিতরণ

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুরের ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা গতকাল সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে কুইজ, বির্তক প্রতিযোগিতা ও অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাহমুদ রেজা খান চুয়াডাঙ্গার উন্নয়ন মেলা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
সকাল ১১টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-ের ওপর প্রেজেন্টেশন করে বিভিন্ন দফতর। বিকেলে মেলার স্টল পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাহমুদ রেজা খান। এ সময় জেলা প্রশাসক সায়মা ইউনুস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিপি অ্যাড. শামসুজ্জোহা। সহকারী কমিশনার সৈয়দা নাফিজ সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিপি অ্যাড. শামসুজ্জোহা। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিষয় ভিত্তিক বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, সেরা স্টল ও সেরা উপস্থাপনা বিষয়ে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক আবু তৈয়ব ও স্কুল পর্যায়ে আনজুম ইসলাম অমি নির্বাচিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নজির আহমেদ। এছাড়া সেরা স্টল হিসেবে জেলা পরিষদ ও সেরা উপস্থাপনা হিসেবে সদর উপজেলা কৃষি অফিস নির্বাচিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ ও সঙ্গীত পরিবেশন করেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা রওশন আরা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের, খাদ্য গুদাম কর্মকর্তা এবি সিদ্দিক, পরির্শক দেলোয়ার হোসেন। সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুস সাত্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নূর ইসলাম, বিআরডিবির সহকারী কর্মকর্তা রকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলাওয়াত করেন কাছারি বাজার জামে মসজিদের ইমাম হাজি ওমর ফারুক। আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক প্রতিটি স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে ঐতিহ্যবাহী সংগঠন কলাকেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করে। সংগীত পরিচালনায় ছিলেন কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক রেবা সাহা।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন,  দামুড়হুদায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পল্লি সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক তানভীর আহম্মেদ রুবেল, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শেষ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক পরিমল সিংহ মেলার সমাপ্তি ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ম্ঈনুল হাসান, এনডিসি রামানন্দ পাল, মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমুখ। এর আগে জেলা প্রশাসক পরিমল সিংহ স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিন দিন ব্যাপি উন্নয়ন মেলায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ প্রথম, সেভ দি চিলড্রেন দ্বিতীয় এবং মেহেরপুর পৌরসভা ৩য় স্থান লাভ করেছে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গত সোমবার থেকে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত উন্নয়ন মেলা পরিদর্শন করেছেন সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মেলার মাঠের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব মঈনুল হক আনছারী, স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির, (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান প্রমুখ। এর আগে সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান মেলার মাঠে পৌঁছুলে জেলা প্রশাসক পরিমল সিংহ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
অপরদিকে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন পরিদর্শন করেছেন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান। গতকাল বুধবার বিকেলে তিনি মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণে পৌঁছুলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মন্ত্রণালয়ের উপসচিব মঈনুল হক আনছারী, জেলা প্রশাসক পরিমল সিংহসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মো. আসকার আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে উন্নয়ন মেলার সমাপনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়াজনে তিন দিনব্যাপী সমাপনী উন্নয়ন মেলায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন, শিক্ষা অফিসার গোলাম ফারুক, মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মুহা. মোফাক্খারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম ও মৎস্য অফিসার শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতারন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অফিসার তৈফিকুর রহমান।