ফসল রক্ষায় দরকার যথাযথ পরিচর্যা

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশ। গত এক সপ্তার বেশি সময় ধরে মধ্যরাত থেকে দেশের নদী অববাহিকাসহ উত্তর-পশ্চিম অঞ্চলে বিরাট অংশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়ছে। বেলা ১১টা পর্যন্ত এই কুয়াশা দেখা যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে শৈত্যপ্রবাহ। দেশের বিভিন্ন অংশের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঝারি থেকে ঘনকুয়াশা এবং শৈত্যপ্রবাহে কৃষিক্ষেত্রে ইতোমধ্যে বিরূপ প্রভাব পড়েছে। বোরো বীজতলা, আলু ও ডাল জাতীয় ফসলের ক্ষতির আশঙ্কা করছে তাই কৃষক। সম্ভাব্য ক্ষতি এড়াতে তাই জরুরি পদক্ষেপ নেয়া দরকার। আমরা ইতঃপূর্বে এ ব্যাপারে কৃষকদের কাছে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেয়ার জন্যে সংশ্লিষ্ট বিভাগের পদক্ষেপ নেয়ার কথা বলেছি। আশার কথা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ ব্যাপারে কৃষকের পাশে দাঁড়িয়েছে।

কুয়াশা ও শৈত্যপ্রবাহে বোরো বীজতলা বিবর্ণ হয়ে যায়, আলুক্ষেতে লেট ব্লাইট বা নাবী ধ্বসা এবং ডাল ফসল মসুরে গোড়াপচা রোগের প্রাদুর্ভাব হয়। এ থকে ফসল রক্ষা করতে না পারলে উৎপাদনে যেমন ধস নামবে ঠিক তেমনই কৃষি ও কৃষক উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য দরকার রোগ প্রতিরোধে আশু করণীয় ঠিক করে ফসলের পরিচর্যা করা। আমরা আশা করি কৃষি সম্প্রসারণ অধিদফতর বোরো, আলু ও ডাল ফসল রক্ষার জন্যে কৃষকদের যেসব করণীয় নির্ধারণ করে প্রচারপত্র বিলি করছে তা যথাযথ অনুসরণ করে কৃষক তার ফসল রক্ষা করবেন। এক্ষেত্রে কৃষক তাই তার প্রয়োজনে কৃষি বিভাগের মাঠকর্মীদের সাথে পরামর্শ করতে পারেন। আর কৃষি অধিদফতর মাঠপর্যায়ে ফসলের অবস্থা দেখে সে মতো দিক নিদের্শনা ও পরামর্শ দেবেন।