অন্যের কাছে হাত পেতে আয় করা নিকৃষ্ট কাজ

গাংনীর ষোলটাকায় ভিক্ষুকমুক্ত ঘোষণা অনুষ্ঠানে মকবুল হোসেন এমপি

 

গাংনী প্রতিনিধি: সব ভিক্ষুকের হাত কর্মের হাত হিসেবে রূপান্তর করার আহ্বান জানালেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, অন্যের কাছে হাত পেতে আয় করা নিকৃষ্ট কাজ। ভিক্ষাবৃত্তি অসম্মানজনক হলেও অনেকেই এ কাজে সম্পৃক্ত। এ থেকে তাদেরকে ফিরিয়ে এনে কর্মের দিকে ধাবিত করতে হবে। এতে সে যেমন সম্মান ফিরে পাবে তেমনি একজন ভিক্ষুকের শ্রম ও কর্ম দেশের জন্যও কাজে লাগবে।

অনুষ্ঠানে ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান ও গাংনী থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নান, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা যুবলীগ যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার পাশা, যুবলীগ নেতা আমজাদ হোসেন, ষোলটাকা ইউপি যুবলীগ সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক  ও আশাদুল ইসলাম আশা প্রমুখ। অনুষ্ঠানে ষোলটাকা ইউনিয়নের ৩৭ জন ভিক্ষুককে ভিজিডি কার্ড ও ৩ জনকে ছাগল প্রদান করা হয়। খুলনা বিভাগের মধ্যে মেহেরপুর জেলাকে প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষণার কথা জানান অতিথিবৃন্দ।