মেহেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট লিগের উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জাতীয় স্কুল ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আতাউল হাকিম লাল মিয়া, জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলনসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। ৮টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সরকারি টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ মোকাবেলা করে। সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মেহেরপুর সরকারি টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ। নির্ধারিত ৪৫ ওভারের খেলায় ৪১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলামিন সর্বোচ্চ ৪৪, আকাশ ৩৫ ও ওমর ফারুক ২৯ রান করেন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়েরর পক্ষে হৃদয় ৬ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৬ উইকেট লাভ করেন। ১৯২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সহদেব সর্বোচ্চ ১৩ রান করেন। বিজয়ী দলের ওমর ফারুক ৭ ওভার বল করে ১৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।