চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টা মামলায় ৯ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিনামা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টার মামলায় ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোদিন্দহুদা গ্রামের মওলা বকসের ছেলে মন্টু মিয়া, ঝড়ু মণ্ডলের ছেলে জাহির উদ্দিন, ছোটবুড়ো, জয়নুল উদ্দিন, খাজা উদ্দিন, ওয়াজ উদ্দিন, মওলা বকসের ছেলে আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুসের ছেলে মাসুম ও জুড়োন আলীর ছেলে মহিদুল ইসলাম।

মামলাসূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি দামুড়হুদা উপজেলায় জামি সংক্রান্ত বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা কোর্টের পেশকার নুরুল হককে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়। এরপর দিন মডেল থানায় নুরুল হক বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছোট বুড়োকে পলাতক দেখিয়ে ৮ জন আসামির উপস্থিতিতে এ রায় দেন। এদের মধ্যে মন্টু মিয়ার ৫ বছরের সশ্রমকারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড, জাহির উদ্দিন ও ছোটবুড়োর ৩ বছরের জেল ও ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড, এছাড়াও জয়নুল, ওয়াজ আলী, আব্দুল কুদ্দুস,  মাসুম ও শহিদুল ইসলামকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিনামাঅনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আসামিদের মধ্যে ওয়াজ আলী, আব্দুল কুদ্দুস, মাসুম ও শহিদুল ১৫ দিনের জামিন পেয়ে বাড়ি ফিরলেও দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলায় ১২ জন সাক্ষী ও ২ সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ  করা হয়।