ইয়াবা ও গাঁজাসহ হরিনাকুণ্ডুর ৩ মাদকব্যবসায়ী আটক

আলমডাঙ্গা তিয়রবিলা ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা তিয়রবিলা ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ও ১৪ গ্রাম গাঁজাসহ হরিনাকুণ্ডুর ৩ জন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হরিনাকুণ্ডু থেকে মাদকদ্রব্য বিক্রি করতে আসলে ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তিয়রবিলা বাজার থেকে তাদেরকে আটক করে।

জানা গেছে, ঝিনাইদাহ হরিনাকুণ্ডু উপজেলার পার্বতিপুর মল্লিকপাড়ার ফরজ আলীর ছেলে আল হাসান (২২) একই পাড়ার আবু তালেবের ছেলে ফিরোজ (২১) ও আবু তালেবের ছেলে টুটুল (২০) দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। তারা হরিনাকুণ্ডুসহ আশপাশ এলাকায় ইয়াবা, গাঁজা  খুচরা ও পাইকারী বিক্রি করে বেড়ায়। গতকাল সন্ধ্যায় তারা ৩ বন্ধু তিয়রবিলা গ্রামে ইয়াবা ও গাঁজা বিক্রি করতে আসে। তারা তিনজন তিয়রবিলা বাজার এলাকায় পৌঁছুলে ক্যাম্পের এসআই বিল্লাল হোসেন ও এএসআই রওশন তাদেরকে আটক করেন। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ও ১৪ গ্রাম গাঁজা উদ্ধার করে। রাতেই তাদের আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। এ বিষয়ে আল-হাসান, ফিরোজ ও টুটুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হতে পারে।