সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা

 

স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার কাছে ৯৪ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২৫১ রান করে দক্ষিণ আফ্রিকা। এ রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ১৫৭ রান করে রুমানারা। কক্সবাজারে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫১ রান করে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রোটিয়ারা চাপে রাখে বাংলাদেশকে। ডু প্রিজ-ট্রয়ের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশকে রানের বোঝা চাপিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ডু-প্রিজ করেন ৭৯। আর ৪৭ রান করেন ট্রয়ন। এই দুজনের দারুণ ব্যাটিংয়ে লড়াকু রান সংগ্রহ করে প্রোটিয়ারা। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ৪১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ফারজানা-সালমা ধীর গতিতে এগিয়ে যেতে থাকেন। কিন্তু প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং কঠিন হয়ে যায় বাংলাদেশের। আর কেউ না পারলেও লড়াই চালিয়ে যান ফারজানা। লেতসোয়ালার হাতে রানআউট হওয়ার আগে করেন ক্যারিয়ার সর্বোচ্চ ৬৭ রান। এছাড়া আর কেউ উল্লেখযোগ্য তেমন রান করতে পারেননি। শেষপর্যন্ত সিরিজ হারায় বাংলাদেশ।