চুয়াডাঙ্গার বসুভাণ্ডারদহে কোদালের কোপে উঠে আসলো নবাজাতকের গলিত লাশ

 

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের বসুভাণ্ডারদহে জমি চাষ করতে গিয়ে এক নবজাতকের গলিত লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে মৎস বাওড়ের ধারে জমি চাষ করতে গিয়ে ওই লাশের সন্ধান পান কৃষক আলম হোসেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহ গ্রামের মৃত খোকাই মণ্ডলের ছেলে আলম হোসেন গতকাল সকালে গ্রামের মৎস বাওড়ের ধারে তার জমি চাষ করতে যান। একপর্যায়ে কোদালের কোপে উঠে আসে এক নবাজাতকের গলিত লাশের খণ্ড। পুরাতন কাপড়ে জড়ানো নবাজাতকের দ্বিখণ্ডিত গলিত লাশ দেখার জন্য ভিড় জমায় এলাকার লোকজন।

জমির মালিক আলম হোসেন জানান, সকালে জমি চাষ করার সময় তার কোদালের কোপে উঠে আসে কাপড়ে জড়ানো নবাজাতকের লাশ। পরে লাশ জমি থেকে তুলে বাওড়ের ধারে কচু গাছের ভেতর রেখে দেন তিনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে গর্ভপাত ঘটিয়ে নবজাতককে মাটিতে পুঁতে রাখা হয়েছে। ফলে লাশ গলে গেছে। এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।