আলমডাঙ্গা কুয়াতলা মাঠ থেকে আটক গাংনীর দু মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ওসমানপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযানে চালিয়ে কুয়াতলা মাঠ থেকে আটক গাংনী রামকৃষ্ণপুর ধলা গ্রামের মাদকব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করেন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, মেহেরপুর জেলা গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আব্দুল মুতালেপের ছেলে মাদক মামলার আসামি তাজুল ইসলাম (৩৫) ও একই গ্রামের  মৃত কলিমদ্দিনের ছেলে গাঁজা সেবী শাহাবদ্দিন (৩৬) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাঁজার ব্যবসা করে আসছে। তারা দুজন গাংনীসহ আশপাশ এলাকায় খুচরা ও পাইকারী গাঁজা বিক্রি করে বেড়ায়। গত মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা এলাকায় গাঁজা বিক্রি শেষে ফিরে যাওয়ার সময় হারদী কুলাতলা মাঠের মধ্যে মোটরসাইকেল রেখে কলা বাগনে গিয়ে গাঁজা সেবন করছিলো। এ সময় ওসমানপুর ক্যাম্প ইনচার্জ এএসআই ফসিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুজনকে ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ব্যবহৃত মোটরসাইকেলে গাঁজা আছে। মাদক মামলার আসামি তাজুলের ৫শ গ্রাম ও শাহাবদ্দিনের ৪শ গ্রাম গাঁজা পায় । গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাজুলকে ১ বছরের ও শাহাবদ্দিনের ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান ও ওসমানপুর ক্যাম্প ইনচার্জ এএসআই ফসিয়ার রহমান।