দামুড়হুদার সুবুলপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর স্কুল পাড়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ভিটা জমিকে কেন্দ্র করে সুবুলপুর গ্রামের সেকারুদ্দীনের ছেলে রাজ্জাক বাদী হয়ে ছতর আলীর ৩ ছেলে ছন্টু, ঝন্টু ও মেগার নামে আদালতে চলতি মাসে মামল করলে আদালত ১৪৪ ধারা জারি করেন। যার পরিপেক্ষিতে দামুড়হুদা মডেল থানা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দু পক্ষকে আদেশ দেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ছন্টু আদালতের আদেশ অমান্য করে পাকাঘর নির্মাণ করতে শুরু করে। এদিকে বাদী রাজ্জাক কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশকে বিষয়টি অবগত করলে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ঘর নির্মাণ করছে বলে অভিযোগ করা হয়। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই জিয়াউল হকের কাছে জানতে চাইলে তিনি জানান আমি বিষয়টি জানি না এটি এএসআই আলমগীর জানেন।