সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে হবে

চুয়াডাঙ্গায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নানা আয়োজনে সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংগঠনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এসএম ইস্রাফিল। শামিম আক্তার শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম, সহকারী কমিশনার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, টুকটুক তালুকদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংলাপের সভাপতি মনিরুজ্জামান।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সুস্থ সাংস্কৃতিক চর্চা। সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। এছাড়া সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। রাতে শ্রী কমলেশ ব্যানার্জীর রচনায় মঞ্চায়িত হয় নাটক ‘সমাজ’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন শিল্পীরা।