দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

 

১ বছর কারাভোগ শেষে ২ ভারতীয় নাগরিক ফিরলো আপন ঠিকানায়

দর্শনা অফিস: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে এক বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই ভারতীয় নাগরিক। দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে তাদের ফেরত দেয়া হয়েছে। গত বছরের ২৪ জানুয়ারি ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার খালবালিয়া গোবিন্দপুরের রবিন্দ্রনাথের ছেলে রজত বিশ্বাস (২৪) ও ময়ুরাপুরের মায়া খোষের ছেলে বাবন ঘোষ (২৬) দামুড়হুদার বাড়াদী সীমান্ত পথে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করলে বাড়াদী বিজিবির হাতে আটক হয়। বিজিবির পক্ষ থেকে মামলাসহ তাদের সোপর্দ করা হয় থানা পুলিশে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে বাবন ও রজতের ৪ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালতের বিচারক। আইনি জটিলতার কারণে প্রায় ১ বছর পর বাবন ও রজতকে ফেরত দেয়ার লক্ষ্যে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন, দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার এসআই খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের এসআই সেকেন্দার আলী, জয়নগর বিজিবি চেকপোস্টের নায়েক হাজি ইকবাল হোসেন, আকরাম আলী ও খলিলুর রহমান। বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন- ভারতের গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার দিপক কুমার, কৃষ্ণগঞ্জ থানার অফিসার বিকাশ কুমার, গেদে ইমিগ্রেশন অফিসার রতন সিং প্রমুখ।