খুলনা বেতারে মেহেরপুর শিল্পকলার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে মুজিবনগরের হৃদয় হতে শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, খুলনা থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪-১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে সম্প্রচার চলে ওই অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাহ উদ্দিন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক পরিচালক বশির উদ্দিন। জেলা শিল্পকলা একাডেমির সদস্য নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মেহেরপুরের স্থানীয় শিল্পীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। এতে সাফিনাজ আরা ইরানী, মোমিনুল ইসলাম, ফৌজিয়া আফরোজ তুলি, হৃদিতা রহমান, সাইদুর রহমান প্রমুখ শিল্পি এতে সঙ্গীত পরিবেশন করেন। এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান, সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।