অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন জামাই-শ্বশুর

 

স্টাফ রিপোর্টার: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা নতুন কিছু না। প্রায় প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ মেল ট্রেন সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনে পৌঁছুলে ওই ট্রেনের গার্ড অজ্ঞানপার্টির খপ্পরে পড়া দুজন ব্যক্তিকে নামিয়ে দেন। পরে চুয়াডাঙ্গা জিআরপির উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। অজ্ঞান ব্যক্তিদের কাছে থাকা মোবাইলফোনে সূত্রধরে তাদের বাড়িতে যোগাযোগ করেন এসআই খোরশেদ আলম। খবর পেয়ে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গায় এলে তাদের কাছ থেকে জানা যায়, খুলনা পাইকগাছার দরগা মহল গ্রামের মৃত ফরিদ আহম্মদের ছেলে জামাল উদ্দিন (৬৫) ও সাতক্ষীরার পাটকেলঘাটার শেখ আবু বক্করের ছেলে হলুদ ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৭), সম্পর্কে তারা জামাই-শ্বশুর। বুধবার রাতে দুজন বাড়ি থেকে বের হয় আলমডাঙ্গায় হলুদ কিনতে যাওয়ার উদ্দেশে। যশোর থেকে ভোরে গোয়ালন্দ মেলে ওঠে এবং পথের মধ্যে অজ্ঞানপার্টির লোকজন তাদেরকে অজ্ঞান করে তাদের কাছে থাকা নগদ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। পরিবারের লোকজন তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গতকালই বাড়িতে নিয়ে যান।