শপথ গ্রহণের আগেই নতুন সিইসির বদল চায় বিএনপি

 

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের শপথ গ্রহণের পূর্বেই সিইসি পরিবর্তন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ আহ্বান জানান।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন কমিশনের ৪ জন কমিশনারের বিষয়ে এখন আমাদের কোনো কথা নেই। তবে সিইসি কেএম নুরুল হুদা বিতর্কিত । তাই এখনও সুযোগ আছে, শপথ গ্রহণের আগেই সিইসি পরিবর্তন করুন। এই বিষয়টি আপনি বিবেচনা করে দেখুন। শামসুজ্জামান দুদু বলেন, সরকারের জন্য মায়া হয়। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে তারা বিতর্কহীন মানুষ খুঁজে পেলেন না। জনতার মঞ্চের সংগঠককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। তিনি যখন কুমিল্লায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাষ্ট্রীয় ভবন থেকে খালেদা জিয়ার ছবি নামিয়ে দিয়েছিলেন। তার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হতে পারে তা কোনো রাজনৈতিক দলতো দূরে থাক পাগলও বিশ্বাস করবে না।