ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্পে জীবননগরের তপু সেরা নির্বাচিত

জীবননগর ব্যুরো: ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প প্রতিযোগিতায় জীবননগরের তরিকুল ইসলাম তপু সেরা গল্পকার নির্বাচিত হয়েছেন। তার লেখা সেরা গল্প ‘মেঘ এনেছি ভেজা’ আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিনে বাংলাভিশনে টেলিভিশনে প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন নাট্য পরিচালক রুবায়েত মাহমুদ। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নাট্যাভিনেতা সিয়াম ও সাবিলা।
জীবননগর উপজেলার বিশিষ্ট ঠিকাদার ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক তাজুল ইসলাম তাজুর বড় ছেলে তরিকুল ইসলাম তপু গত বছর মাস্টার্স পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমানে দু বন্ধু মিলে ঢাকাতে প্রতিষ্ঠা করেছেন একটি আইটি ফার্ম। তপু ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়েকশ প্রতিযোগীদের পেছনে ফেলে তার লেখা গল্প মেঘ এনেছি ভেজা সেরা গল্প নির্বাচিত হওয়ার গৌরব অজর্ন করেছে। যা আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাভিশন টেলিভিশনে প্রচারিত হবে। নাটকের টাইটেল গান কাছে আসার উৎসবে কম্পোজ করেছেন সঙ্গীত পরিচালক ও শিল্পী মিনার রহমান। নাট্য জগতে প্রতিষ্ঠা পেতে তরিকুল ইসলাম তপু সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।