চুয়াডাঙ্গায় কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাসওয়ান স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে ও বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ভূইয়া। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে নির্মল কুমার দে’র সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন তাজুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান তালুকদার, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কৃষি বিভাগের বিভাগীয় প্রধান ড. নাহিদ পারভেজ, কেরু অ্যান্ড কোম্পানির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সাহাজ্জাদ আলী খান, চুয়াডাঙ্গা সরকারি মুরগী খামারের ব্যবস্থাপক এবিএম সালাউদ্দিন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শামিমুজ্জামান। আলোচনাসভায় বক্তরা বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঘোষণার মাধ্যমে কৃষিবিদদের ক্লাসওয়ান সম্মানে ভূষিত করেন। আমরা বঙ্গবন্ধুর এ অবদানকে কোনোদিন ভুলবো না। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা বিএডিসির সহকারী পরিচালক নাজমুল হাসান সুমন।