বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবির আল ফিকহ শিক্ষার্থীদের দিনব্যাপী অবস্থান ধর্মঘট

 

ইবি প্রতিনিধি: বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা বিভাগের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। পরে বিভাগীয় শিক্ষকদের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। আল ফিকহ বিভাগের কয়েকজন শিক্ষার্থীরা জানান, আল-ফিক্হ বিভাগে এলএলবি এবং এলএলএম মান থাকা স্বত্বেও বিভাগের নাম শুধুমাত্র আল-ফিকহ হওয়ায় কোর্টে গিয়ে তাদের নাজেহাল হতে হয়। এছাড়া দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, বিভিন্ন ব্যাংকে আবেদন অগ্রাহ্য, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় নামের জন্য বিড়ম্বনার শিকার ছাড়াও বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। শুধু বিভাগের নামের কারণে এ সব বৈষম্যের শিকার হতে হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম আল ফিকহ শব্দের আগে অথবা পরে ল শব্দটি সংযোজন করতে হবে। নাম পরিবর্তনের দাবিতে সোমবার বেলা বারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা বিভাগের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। শিক্ষার্থীদের দাবির মুখে বিভাগীয় শিক্ষকরা এ সময় বিভাগীয় সভাপতির কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে শিক্ষকরা নাম পরিবর্তনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এর আগে একই দাবিতে বিভাগীয় শিক্ষার্থীরা গত শনি ও রোববার বিভাগে তালা লাগিয়ে দেয় ও অবস্থান ধর্মঘট পালন করে।

আল ফিকহ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. একেএম নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে কর্মক্ষেত্রে যাতে তাদের নির্বিঘ্নে প্রবেশ নিশ্চিত হয় এ বিষয়ে আমরা শিক্ষকরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। এরপর বিষয়টি যাতে অনুষদীয় কমিটি ও একাডেমিক কমিটির মিটিঙে পাস হয় সেজন্য আমরা চেষ্টা করে যাবো। আশা করি আমরা ইতিবাচক সাড়া পাবো।