চুয়াডাঙ্গার সরোজগঞ্জে গুড় কিনতে আসার পথে ঢাকার দুই ব্যবসায়ী বাসে অজ্ঞানপার্টির কবলে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই গুড় ব্যবসায়ী। তাদেরকে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আসার পথে ঢাকা কেরানিগঞ্জের দুই গুড় ব্যবসায়ী বাসের ভেতরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। অসুস্থ দুই গুড় ব্যবসায়ী হলেন ঢাকার কেরানিগঞ্জ থানার কলাতিয়া বাজারের অক্ষয় কুমার সাহার ছেলে পবিত্র সাহা (৭২) ও একই এলাকার তারা মিয়ার ছেলে শাহিন মিয়া (৫৭)। গতকাল সোমবার সকালে  চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার তাদেরকে সরোজগঞ্জ বাজারে নামিয়ে দেন।

জানা গেছে, গত পরশু রোববার বেলা ৫টার দিকে ঢাকার গাবতলী থেকে  চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি কোচে ওঠেন চুয়াডাঙ্গার উদ্দেশে। বাসের ভেতরে তারা অজ্ঞানপার্টির কবলে পড়েন। গতকাল সোমবার সকালে তাদেরকে অচেতন অবস্থায় সরোজগঞ্জ বাজারে নামিয়ে দেয়া হয়। পরে তাদের মোবাইল ব্যবহার করে পরিবারের কাছে খবর পাঠানো হয়। অচেতন অবস্থায় দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় গুড় ব্যবসায়ী দুজনের কাছে এক লাখ টাকা ছিল। তারা গুড় কেনার জন্য সরোজগঞ্জের হাটে আসছিলেন।  অসুস্থ দুই গুড় ব্যবসায়ীর চেতনা না ফেরায় বিস্তারিত জানা যায়নি।