দামুড়হুদার কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের সক্রিয় দু সদস্য গ্রেফতার

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে। এ সময় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাসের নেতৃত্বে এএস‌াই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর একটি আমবাগানে সংঘবদ্ধ থাকা অবস্থায় দামুড়হুদা দশমীপাড়ার কুদ্দুস আলীর ছেলে জাকির হোসেন (৩০) ও একই উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর শাহ পাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ হোসেনকে (২৮) গ্রেফতার করেন। গতকাল রাতেই আটককৃতদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে পুলিশ।

এবিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি কুতুবপুর একটি আমবাগানের ভেতরে অপরিচিত ৩-৪ জন ব্যক্তি ঘুরাফেরা করছে। আমাদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের স্বীকারোতিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডের তেল হামিদের ছেলে ইস্রাফিল নামে এক যুবক পালিয়ে যায়। এদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় চুরি ও ছিনতাই অভিযোগ রয়েছে। এরা আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য।