চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে

Exif_JPEG_420

চুয়াডাঙ্গায় বিআরটিএ’র উদ্যোগে মোটরযান চালকদের দু দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

 

স্টাফ রিপোর্টার:  চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দু দিনব্যাপী পেশাজীবী মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রশিক্ষণ কর্মশালা-২০১৭ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চুয়াডাঙ্গা অফিসের সহকারী পরিচালক শেখ আশরাকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ উপপরিচালক জিয়াউর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আকতার, জেলা ট্রাফিকের পরিদর্শক আহসান হাবীব ও বিআরটিএ’র পরিদর্শক এসএম সবুজ অংশগ্রহণ করেন। এ সময় ট্রাফিক আইন ও সিগন্যাল, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও ফিটনেস গাড়ি রক্ষণাবেক্ষণ, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার এবং স্বাস্থ্যঝুঁকি, গাড়ি চালানোর নিয়মাবলী ও শব্দ দূষণ বিষয়ে অলোচনা করা হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ’র জাকির হোসেন প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন।