চুয়াডাঙ্গা জেলার ৩৩তম জন্মদিন আজ

 

মারুফ হাসান পলাশ: আজ ১৬ ফেব্রুয়ারি। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার ৩৩তম জন্মদিন। ১৯৮৪ সালে এই দিনে চুয়াডাঙ্গা জেলায় উন্নীত হয়। গত ৩৩ বছরে এবারই প্রথম চুয়াডাঙ্গাবাসী দিনটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

উল্লেখ থাকে যে, ১৯৪৭ সালের আগ পর্যন্ত চুয়াডাঙ্গা মহকুমা ভারতের নদীয়া জেলার অধীন ছিলো। ব্রিটিশ শাসনের অবসানে বাংলা ভেঙে পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়। তখন নদীয়া জেলার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর মহকুমার দুটি থানা নিয়ে পূর্ব পাকিস্তানের নবগঠিত কুষ্টিয়া জেলার জন্ম হয়। পরবর্তীতে এরশাদ শাসনামলে ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গাকে জেলার স্বীকৃতি দেয়া হয়। জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ আজিজুল হক ভুঁইয়া। দিনটি উদযাপন উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুন্দরম মিডিয়া জন্মদিনের কেক কাটাসহ জাঁকজমকপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে কর্মসূচিতে জেলার সাহিত্য সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের সুধীজনরা উপস্থিত থাকবেন।