চুয়াডাঙ্গায় হরিজন ছাত্র ও যুবসমাবেশ অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জের জেলা পরিষদ পাড়ায় হরিজন ছাত্র ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখা এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শ্রী গোকুল ভুইমালি। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির মহাসচিব রম্ভুনাথ বাঁশফোড় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্মসম্পাদক কিশোর কুমার কুণ্ডু, উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাঁশফোড় কল্যাণ পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি রামচন্দ্র বাঁশফোড়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন কুমার রায়।

সভায় বক্তারা বলেন, দেশের প্রচলিত আইন সবার জন্য সমান, এখানে ধনী গরিবের ব্যবধান নেই। এ অবস্থায় সব শ্রেণিপেশার মানুষকে মানুষের মতো মানুষ হতে হবে। সুশিক্ষিত হতে হবে। সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করতে হবে। মানবাধিকার রক্ষার জন্য সচেস্ট থাকতে হবে।