৭ মার্চ টেস্ট দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু

 

স্টাফ রিপোর্টার: চলতি বছর ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফেরার কয়েকদিন পরই ভারতে গিয়েছিলো বাংলাদেশ। সেখানে একটি টেস্ট খেলে গত মঙ্গলবার বিকেলে দেশে ফেরে টাইগাররা। আগামী ২৭ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি২০ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রায় দেড় মাসের মতো শ্রীলঙ্কায় থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ মার্চ টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু ১৫ মার্চ থেকে। টেস্ট সিরিজের আগে আগামী ২ ও ৩ মার্চ একটি দু দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ২৪ মার্চ প্রথম ওয়ানডে, ২৮ মার্চ দ্বিতীয় এবং ১ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ৪ এপ্রিল প্রথম এবং ৬ এপ্রিল দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা করা হয়নি। দুই একদিনের মধ্যেই ঘোষণা হওয়ার কথা।