দামুড়হুদা মুরাদ স্কুলের প্রধান শিক্ষক ওয়াহেদ মুরাদ আর নেই : শোক প্রকাশ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা দশমী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ওয়াহেদ মুরাদ (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি গতকাল বৃহস্পতিবার দেলা ১টা ১০ মিনিটের সময় দামুড়হুদার বনানীপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদ মাগরিব দামুড়হুদা পাইলট হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে দশমী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি প্রায় ৩ বছর যাবৎ মারণব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৭ ভাই ২ বোনের মধ্যে তিনি ছিলেন মেজো। দশমী বালিকা রেজি. (বর্তমানে সরকারি) প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ২৮ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ স্কুলটির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় এলাকাবাসীর কাছে ওই স্কুলটি মুরাদ স্কুল নামেই পরিচিত ছিলো। স্কুলটি জাতীয়করণ হওয়ার পর তিনি বছর দুয়েক আগে বাস্তুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি সম্প্রতি চাকরি জীবন থেকে অবসরে (এলপিআরে) যান।

এদিকে এলাকার পরিচিত মুখ প্রিয় শিক্ষক ওয়াহেদ মুরাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, ভাই শামিম রেজা কওছার প্রমুখ।