কুতুবপুর ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো শম্ভুনগরের রতনা

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো শম্ভুনগনগর গ্রামের ফারুক হোসেনের মেয়ে মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার রতনা (১৭) ।

কতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক জানান, গতকাল বৃহস্পতিবার শম্ভুনগর  গ্রামের ফারুক হোসেনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার রতনার বিয়ের দিন ধার্য ছিলো। আমি গোপনের বিয়ের সংবাদ জানতে পেরে ইউপি মেম্বার রেজাউল করিম, হাসান আলী, মহিলা মেম্বার লিলি ইয়াসমিন, চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রোসেস সার্ভেয়ার ওসমান গনিকে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেই। এ সময় বাল্যবিয়ের কুফল ও আইনের শাস্তির দিকগুলো বোঝালে রতনাকে আর বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন মেয়ের পিতা-মাতা ও আত্মীয় স্বজনেরা এবং গ্রামের জন সাধারণ।