আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ীদের গাংনীতে সংবর্ধনা

 

গাংনী প্রতিনিধি: ডাচবাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত প্রতিযোগিতার কুষ্টিয়া অঞ্চলের বিজয়ী ১০ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর গাংনী গণিত পরিবারের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী ১০ জনই গাংনী গণিত পরিবারের গর্বিত সদস্য। বিজয়ী মুমতাহিনা মহসিনা নেহা, আবির হোসেন, আল মাহমুদ সাকী, জিনাত আসুজা তানিন ঋতু, তোরসা তাসনিম, ইসরাত জাহান ইভা, রাগিব আল শাহরিয়ার রাউফ, আফিফা নোশিন আহমেদ, আদিত্য শাফী চন্দ্র ও রিজওয়ান বিন রাকিবের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। সভাপতিত্ব করেন গাংনী গণিত পরিবার পরিচালক আল আমিন আশিক। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী ও জেলা শিক্ষক সমিতি সভাপতি সৈয়দ জাকির হোসেন। স্বাগত বক্তব্যে গণিত পরিবারের বিভিন্ন সময়ের সাফল্য তুলে ধরেন সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক আবির সাফী বিন্দু। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও সাবেক কটন ইউনিট অফিসার আব্দুল ওয়াদুদ। সংবর্ধনার আগে উপজেলা উপজেলা মিলনায়তনে সায়েন্টিফিক পোস্টার প্রদর্শনী করা হয়। প্রদর্শনীর বিজয়ী সুরুজ আহম্মেদ, নুর উজ্জামান, রেজওয়ান বিন রাকিব, আদিত্য শাফী চন্দ্র, জ্যোতি খাতুন ও আশা খাতুনকে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।