গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ করা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়নভিত্তিক ফরম গ্রহণ ও সাক্ষাতকার নেয়া হবে। ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাচাই-বাছাই কমিটি সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি মুন্তাজ আলী, জেলা সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, উপজেলা সাংগঠনিক কমান্ডার তাহাজ উদ্দীন, ক্রীড়া সম্পাদক আব্দুল লতিব, জেলা কমান্ডের সমাজ কল্যাণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও গাংনী উপজেলার বিভিন্ন কমান্ডের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা সনদের জন্য অনলাইনে আবেদনকারী, অভিযুক্ত মুক্তিযোদ্ধা, শুধুমাত্র গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা লাল বইয়ে নাম রয়েছে কিন্তু অভিযুক্ত এমন মুক্তিযোদ্ধাদের বিষয়ে যাচাই-বাছাই হবে। অভিযুক্তরা প্রমাণ করবেন কিভাবে তারা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং নতুন আবেদনকারীদের প্রমাণ করতে হবে কোন কাগজের বলে তারা মুক্তিযোদ্ধা হতে চান। যাচাই-বাছাইয়ের সময়ে সাক্ষাতকার, ভারতে কোন সময়ে কিভাবে প্রশিক্ষণ নিয়েছেন, কোথায় কিভাবে যুদ্ধ করেছেন, যুদ্ধকালীন কমান্ডার ও সহযোদ্ধাদের পরিচয়সহ সাক্ষ্য প্রমাণ এবং দালিলিক প্রমাণ দাখিল করতে হবে। রোববার ও সোমবার ফরম বিতরণ অব্যাহত থাকবে। এ বিষয়ে মাইকিং করা হচ্ছে। কিন্তু প্রমাণের ভয়ে যারা ফরম নেয়া থেকে বিরত থাকবেন তাদের জন্য যাচাই-বাছাই কমিটি কোনোভাবে দায়ী থাকবে না বলে কমিটি সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন থেকেই গাংনীতে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধের অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা এমনকি স্বাধীনতার সময় বিরোধী অবস্থানের বেশ কিছু লোক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য এক কলঙ্কের বলে দীর্ঘদিন থেকে আখ্যায়িত করে আসছেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সুষ্ঠু যাচাই-বাছাইয়ের মধ্যে জাতি সে কলঙ্কমুক্ত হবে বলে আশা করছে গাংনীবাসী।