চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

 

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান রাজু। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই আমির হোসেন, তিতুদহ ইউপির ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হায়দার আলী , বিদ্যোৎসাহী রেজাউল করিম, পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান, কুতুব উদ্দিন, আব্দুল্লা, সুশান্ত কুমার, সংরক্ষিত মহিলা অভিভাবক আলপনা রানী, শিক্ষক প্রতিনিধি মোশাররফ হোসেন, আবুতিলুয়ার রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি লুৎফুন্নাহার, আত্তাব আলী, সাহাদুল ইসলাম, আশাদুল ইসলাম  প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সোয়েব আহাম্মেদ। আজ ২০ ফেব্রুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমীর মজিদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর উপস্থিতিতে বিজয়ীদের হাতে  পুরস্কার তুলে দেয়া হবে।