ওবায়দুল কাদেরের শাসনে তোলপাড়

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে গেছে। এমপি ছানোয়ার হোসেন লাঞ্ছিত হওয়ার ঘটনা অস্বীকার করেও স্থানীয় পর্যায়ে সমালোচনার মুখে পড়েছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই ওবায়দুল কাদের বলেছেন, তিনি এমপি ছানোয়ার হোসেনকে শাসন করেছেন। ওই ঘটনা রোববার পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর শহরের অলিগলির চা স্টল থেকে শুরু করে অফিস-আদালতসহ সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। দিনভর বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, সেতুমন্ত্রী একজন এমপির গায়ে হাত তুলে অন্যায় করেছেন, টাঙ্গাইলের ৩৬ লাখ মানুষকে অপমান করেছেন। তারা সেতুমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের পরিত্যক্ত জায়গার চা-দোকানি আ. আলীম বলেন, এ ঘটনা শুনতে পেরে তার স্ত্রী ফোন দিয়ে পার্টি অফিসে (আওয়ামী লীগ অফিস) গিয়ে পদত্যাগ করে বাসায় ফিরতে বলেছেন। এটা পুরো টাঙ্গাইলবাসীর জন্য লজ্জার।