চুয়াডাঙ্গা নওদাগার মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের নওদাগা গ্রাম মাঠের একটি মেহগনির বাগানের পাশ থেকে ১৩৫ সিসি ডিসকভার কালো লাল রঙের মোটরসাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বেগমপুর পুলিশ। উদ্ধারকৃত মোটরসাইকেলটি সিজারলিস্ট করে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত তিনদিন ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর দাখিল মাদরাসার পেছনে নওদাগা গ্রামের মাঠে জনৈক ব্যক্তির মেহগনি বাগানের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন মাঠের কৃষকেরা। প্রত্যক্ষদর্শীরা পড়ে থাকা মোটরসাইকেলের বিষয়টি বেগমপুর পুলিশ ক্যাম্পেকে অবহিত করেন। খবর পেয়ে গতকাল রোববার সকাল ৯টার দিকে ক্যাম্প ইনচার্জ এসআই মাসনুন আলম লেলিন ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন ১৩৫ সিসির কালোরঙের ওপর লাল স্টিকার লাগানো মোটরসাইকেল আর মোটরসাইকেলে থাকা কালো রঙের হেলমেট। স্থানীয়রা জানান, তিনদিন থেকে মোটরসাইকেলটি একই জায়গায় রয়েছে। পুলিশ জানায়, মোটরসাইকেলের নাম্বারম প্লেটে রেজিস্ট্রেশনের কাগজ লাগানো আছে। তবে কাগজটি খুব পুরাতন হওয়ায় লেখা বুঝার কোনো উপায় নেই। তাই উদ্ধারকৃত মোটরসাইকেলটির সিজারলিস্ট করে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।