চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে আলমডাঙ্গায় চক্ষু শিবির অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে আলমডাঙ্গায় বিনামূল্যে চিকিৎস্য প্রদানের উদ্দেশে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলা চত্বরে আকিজ গ্রুপের অর্থায়নে দুস্থ, এতিম, গবির রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সেখ সামসুল আবেদীন খোকন। তিনি বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অসহায় গরিব, দুস্থ এতিমদের জীবনটা আরেকটু উজ্জ্বল করে তুলতে পারি। জেলা পরিষদের উদ্যোগে আগামীতে আমরা চক্ষু শিবিরসহ সমাজের উন্নয়নমূলক সকল কর্মকা-ে অংশগ্রহণ করবো। চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সৈকত ইসলাম শাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর মালিক, চক্ষু বিশেষজ্ঞ ডা. আলি আজম, চক্ষু বিশেষজ্ঞ জেলা পরিষদ সদস্য আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের ইউনিট অফিসার শামিম রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজ মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও খাসকররা ইউনিয়নরে সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামিম, যুবলীগ নেতা ওসমান গনি বিস্কুট, তকবুল মেম্বার, নজরুল, কামরুল (অব আর্মি), জিনারুল, তুহিন মোল্লা, লক্ষণ, আমিনুল হক ওল্টু, রিভেন, ছাত্রলীগ নেতা শান্ত প্রমুখ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এদের মধ্যে থেকে বাছাই করে বিনামূল্যে চোখের ছানি পড়া অপারেশন করা হবে।