হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে সন্তান বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করেছে পলি

 

স্টাফ রিপোর্টার: পলি খাতুন তার কন্যাসন্তান নিয়ে বাড়ি আলমডাঙ্গার ছোটপুটিমারী ফিরেছে। গতপরশু সে তার সন্তান বিক্রির জন্য তটস্থ হলেও গতকাল অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে পলি। অপরদিকে তার গ্রামের কেউ কেউ অভিযোগ তুলে বলেছে, পলি খাতুনের ছেড়ে যাওয়া স্বামীর নয়, ওই সন্তান ওরই এক দুলাভাইয়ের। ফলে এ নিয়ে সালিস করা হবে।

পলি খাতুন অপ্রাপ্ত বয়সেই বহিরাগত যুবক জিনারুলের সাথে বিয়ের আসনে বসতে বাধ্য হয়। ঘরজমাই হিসেবে থাকতে শুরু করে জিনারুল। পলির বক্তব্য, সে অন্তঃসত্ত্বা হলে স্বামী ছেড়ে চলে যায়। গত শনিবার সকালে প্রসববেদনা দেখা দেয়। তাকে তার মা সুন্দরী খাতুন সাথে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে কন্যাসন্তান প্রসব করে পলি। এরপরই সন্তান বিক্রির কথা কলে তারা। এক নার্স দামদরও করতে শুরু করে। ২০ হাজার টাকা দামও ওঠে। শেষ পর্যন্ত আরও বেশি টাকা দাবি করতেই বিষয়টি জানাজানি হয়।