তথ্য গোপন করে মেয়ে বিয়ে দেয়ার দায়ে জাফরপুরের হায়াত আলীর কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: বড় মেয়ের জন্ম নিবন্ধন দেখিয়ে অপ্রাপ্ত বয়সে ছোট মেয়েকে বিয়ে দেয়ার দায়ে চুয়াডাঙ্গা জাফরপুরের হায়াত আলীর ১৫ দিনের কারাদ-াদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তথা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃণাল কান্ত দে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দ-াদেশ দেন।

জানা গেছে, জাফরপুরের মুনসাদ আলীর ছেলে হায়াত আলীর মেয়ের বিয়ে হয় সম্প্রতি। তার ছোট মেয়েকে অপ্রাপ্ত বয়সেই বিয়ে দেয়া হচ্ছে বলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খোঁখবর নেন। ওই সময় হায়াত আলী তথ্য গোপন করে মেয়েকে বাল্যবিয়ে দেন। বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় হায়াত আলীকে। প্রয়োজনীয় স্বাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে ১৯২৯ সারে বাল্যবিয়ে নিরোধ আইনে হায়াত আলীকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়। এ দ-াদেশের পর তাকে নেয়া হয় জেলা কারাগারে।