মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান প্রজন্মকে বিকশিত করতে হবে

চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনকালে এমপি টগর

সরোজগঞ্জ/বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। তাদের কারণে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান প্রজন্মকে বিকশিত করতে হবে। আমাদের সন্তানদেরকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এমপি আলী আজগার টগর আরও বলেন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমি নিজে এলাকার নেতাকর্মীদের নিয়ে বিদ্যালয়ের ভবনসহ সকল উন্নয়ন ঘটাবো। বর্তমান সরকার বছরের প্রথম দিনে সারা বাংলাদেশে নতুন বই তুলে দিচ্ছে তোমরা পড়াশোনা করে এ জাতির পাশে দাঁড়াবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল আমির মজিদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান টিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, তিতুহদ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দিন বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আশিকুর রহমান, বজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, নজরুল ইসলাম, লাল মোহাম্মদ, আওলাদ হোসেন, আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বাপন, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নু মোহাম্মদ, ইউপি সদস্য জাকির হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সম্পাদক আবুল কালাম আজাদ রানা, আব্দুল খালেক মাস্টার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোশাররফ হোসেন ও শামিম হোসেন।